সীমাহীন দুস্চিন্তার অবাধ্য বন্যে,
ঘুরেছি পাগলপারা হয়ে কভু হন্যে।
কলুসিত পরিবেশ নিছক মায়ার টান,
অন্যয় আসকারায় দিয়ে প্রশ্রয় মান।
সংসারে মাৎস্যন্যায় অতি বড় মহিরূঢ
অপারগ ফয়সালায় বনে যেন মুষিক।
মান-অভিমানের পালা, নেই যেন শেষ তার,
আনমনে মন বলে, শুন না কোন আবদার।
সময়ের সীমাচলে হবে যা ভবিতব্য,
সংসার যাঁতাকলে, এল নতুন সভ্য।
বিরাগ বিরহের পরিসমাপ্তির জন্য,
কবিতার আশ্রয়ে নিয়েছে মন্য।
-তাং ২১/৫/১৭ (রবিবার)