চাহিদা যেমন হবে, জোগান তেমন পাবে,
ব্যবসার মূলমন্ত্র, এভাবেই মিলিবে-মিলাবে।

মূল্যবোধ যাই হোক, মূল্যটাই আসল,
মূল্যবোধে পেট ভরে না, সব চেষ্টাই বিফল।

শক্ত বিচার, নিস্ফল চেষ্টা, ভেজালের কারবার,
চাহিদার জন্য, মানুষও আসে কবর ফুড়ে বার বার।

বিঞ্গাপনে অচীন দেশের তারকার নাম মুখে মুখে,
গেঁও যোগী পাই না ভিক্ষ, মরে সাধারন অসুখে।

চাহিদা-জোগান আজ এমন ব্যপার, সময়ের চাহিদা,
অনাথ-বৃদ্ধাস্রমেও চলছে দেখ, মধ্যযুগীয় বর্রতা।

-তাং ৬/৫/১৭ (শনিবার)