লুকোচুরির রাজনীতিতে থাকুক হাতে ব্রম্ভাস্ত্র,
লোক ঠকানোর খেলা সব, প্রয়োগে থাকব নিরস্ত্র।
ব্রম্ভাস্ত্র হাতে এলে লুকিয়ে দেখাও তাকে,
বশে থাকবে বিপক্ষ, ফেলবে নাকো পাঁকে।
গনতন্ত্রে আমজনতা শোষিত হয় কত,
ঘোটালার পর ঘোটালা, সুবিধাতন্ত্র যত।
ঘোটালা হলেও জনতার ক্ষ্তি,ঘোটালা ধরলেও তাই,
ধরা পড়লে আবার দ্বিগুন ক্ষতি, আইনে অর্থনাশ ভাই।
এতো যে পোস্টার-ফেস্টুনে মোড়া হয় ভোট-ভূমি,
তুলতে হবে না ক্ড়াই-গন্দাই, চলবে বাতাশা-মুড়ি।
দুখ হয় দেশ কেন গেল সুবিধাবাদের হাতে,
সততা কি আসবে না দেশের রাজনীতিতে?
যদি আজ বেঁচে থাকতেন নেতাজী ও আব্দুল গফ্ফর,
দেখিয়ে দিতেন রাজচালনা , উন্নতি হত নিরন্তর,
গরীবরা দুমুঠো অন্ন পেত , ধনীর থাকত দিল,
হতাম "আমরা সবাই রাজা"র দেশে সামিল।