জাতের নামে বজ্জাতি সব,
ছিঃজাত আমার নাম।
ধর্ম নিয়ে মানুষ লড়ায়,
এটাই তো আমার কাম।
ত্রিশূল নিয়ে কবিতা লিখি,
ভাবি আমি বড় কবি,
ভাবাবেগ নিয়ে খোদ্দেরী যত,
কবিতা আমার হবি!
ধর্ম নিয়ে বাক স্বাধীনতা
এটা আমার তত্ব,
মানুষের সাথে মানুষ লড়ায়,
তাতে আমি মত্ত।
ত্রিশূল যখন উল্টোদিকে
আসে আমারই দিকে,
ত্রাহি ত্রাহি রব ছেড়ে
বলি "বাচাও আমাকে"!
কবিত্বের মূল কথা,
সাবলীলতা ভুলে,
কলঙ্কিত করছি শুধু
বাংলা ভাষাটারে।
ভাল কবি হওয়ার আগে,
ভাল মানুষ হতে চাই?
স্বার্থ সিদ্ধির জন্য
যেননা মানুষে লড়ায়।