কালি-ঝুলিতে, পাতালবাসী
জীবন মায়া অনাথ হাসি।

দেখতে যেন দত্যিসম,
যেন তারে ডরে যমও।

কালো হীরা, উত্তোলিত,
রাজার রাজ্য আলকিত।

শীততাপ গৃহে, রাজা ঘুমায়,
কিন্তু, কয়লা-চাষীর ঘুম নায়।

অতল গভীর, কয়লা খাদান,
ডুলি তো নামে নীচে,
হিসাব কি আছে,
কত জন এসেছে চাষনালা থেকে বেঁচে?  

সময় চলে নিজের ছন্দে জীবন নেশার তালে,
কজন রেখেছে খরব,
জীবন স্তব্ধ কত পরিবার,
বিষাক্ত কয়লাঞ্চলে।

-তাং ১৬/০৪/১৭ (রবিবার)