বন্যা তুমি একা নও, অভিজিৎ-এর কশম,
সেদিনের মত না আসে যেন মৌলবাদের সমন!
মৌলবাদের ভাষায় যারা পায় রাঙ্গামাটির গন্ধ,
তাদের বোঝাতে হবে যে অশিক্ষায় তারা অন্ধ।
মৌলবাদের বিরুদ্ধে শিক্ষায় হাতিয়ার,
মানবতার পাঠেই হবে মুক্তির বিচার।
অন্ধ যারা, নির্বোধ জানে না তারা যেন,
করছে কি অনর্থ নিয়ে যিশুর জীবন হেন।
বুঝবে যখন সে, হবে তখন সব শেষ,
যেমনে গেল ব্যর্থ অভিজিৎ-এর সন্দেশ।
চুপ করে সহ্য করাই আজ বাঙ্গালীর নীতি,
পাছে তাকে ভুগতে হয়, মৌলবাদের বিধি।
বুঝবে সেদিন, যেদিন নিয়ে অস্ত্র হাতে পিছে,
চিড়ে দেবে বুকের পাজর, রক্ত মাখা হাতে,
কেঊ আসবে না বাচাতে তাকে,
শুনতে পাবে সেদিন "বন্যার লড়াই"
করুন আর্তনাদে।
কাদবে তৃষারানী নিশব্দে!