সচেতনতা অবলুপ্তীতে হীনমন্যতা নাই।
হায়!হীনমন্যতা নাই।
হেতাই সেথাই নোংরা করি তাতেও আফশোস নাই রে,
তাতেও আফশোস নাই।
সেই নোংরা থেকে মশা মাছি, রোগের শিকার হায় রে,
রোগের শিকার হায়।
সংকোমক রোগ থেকে আরো বিপদ মহামারী হয় রে,
মহামারী হয়।
এতো কথা লেখাই থাকে মানুষজন সচেতন না হয় রে,
সচেতন না হয়।