দর্পের আকাশ থেকে সবাই ছোট,
নিজেকে মহান করার অসীম ব্রত।
অপরকে হেয় করার অন্যয় আবদারে,
হিতাহিত জ্ঞানশূন্য, অভিমানের ঘরে।
নিজে যা ঠিক করে, সেটাই সুন্দর,
অপরের সঠিক টারও, নেই কদর।
আপন জয়ধ্বনির, ফাঁকা আওয়াজ,
অন্যের গুনগান, শুনতে নারাজ।
অহংকার-ই জীবনের বড় শত্রু হয়,
অহংকারীর পতন অনিবার্য সদয়।
-তাং ১৯/০৫/১৭ (শুক্রবার)