বিজ্ঞজনে দেয়া নাম ফলে যায় জানি,
অনন্যা তারি প্রমান, তা অন্তকরনে মানি।
যার হয় না জুড়ি সেই অনন্যা নারী।
নিজ গুনে নিপুনা, অনবদ্য বিচারী।
সত্যের বিচারধারায় যেন একনিষ্ট জ্ঞানী,
আপস করেননি, যতই মিথ্যার হাতছানি!
কখনো চলার পথে আসেনি, রৌদ্রের তাপ,
বটবৃক্ষের মত সয়েছেন সকল উত্তাপ।
আজি এই বিদায়বেলায়, রাখি এই কামনা,
যেথাই থাকো সুখে থাকো, ভুলে সব যাতনা,
ভুলব না তোমারি ঋণ জীবনভর মোরা,
কৃতজ্ঞতা জানাই তোমায় হে মহীয়সী অনন্যা।