এর্লাম, একের পরে দুই,
একবার পাশ ফিরে সুই।

দুই-এর পরে তিন,
কানে যেন ফোটে পিন।

তিনের পর চার,
ঘড়ির মাথায় মার।

চারের পর পাঁচ,
একি যন্ত্রনার আওয়াজ।

পাঁচের পরে ছয়,
কাল থেকে এর্লাম আর নয়।

ছয়ের পর সাত,
হাতে নয়, এবার লাথ।

সাতের পরে আট,
আমার হয়েছে ঘাট।

আটের পর নয়,
কত হল সময়?

নয়ের পর দশ,
অফিস আছে,  ওঠ বশ।


-তাং ২৭/০৪/১৭(বৃহঃস্পতিবার)