কবিতাঃ হয়ত করো তরে।
কবিঃ- 'রুহুল আমীন রৌদ্র'



★আরও একবার পাগল হতে ইচ্ছে করে কেন
যেন,
হয়ত কারো তরে।
এই পংক্তি দিয়ে কবিতা শুরু।

"পাগল হতে ইচ্ছে করে" এর মানে কি প্রেমে উত্তাল হতে ইচ্ছে করে? তাই হবে হয়তো! চিরকাল প্রেমিক প্রেমিকারা নিজের ভালবাসা বুঝাতে এই "পাগল" শব্দের উপর প্রচুর নির্ভর  করেছে।

"হয়তো কারো তরে"
হয়তো কেন! কবি কি তবে সন্দিহান? তার পাগল হওয়ার ইচ্ছের অন্য কারনও কি থাকতে পারে?

পরের স্তবকে কবি বললেন তিনি চান "প্রাণ খোলা অট্টহাসি" হাসতে; আর "জং পড়া স্মৃতিগুলো" "আরও একবার" রাঙাতে! এবং যেতে চান ফেলে আসা ঠিকানায়!

এটুক পড়ে আমরা বুঝে যাই কবির সুন্দর সুখের এক রঙিন অতীত ছিল, কিন্তু কোন কারনে সেই অতীতকে হারিয়ে ফেলেছেন। কি সেই কারণ কবি তা স্পষ্ট করেন নি।

কিন্তু পরবর্তী স্তবকে আমরা একটা ইশারা পাই।

"সম্মুখে প্রাচুর্য্যের সমাহার!"

তবে কি প্রাচুর্যের মোহ কবিকে আচ্ছন্ন করেছিল? কিংবা জীবনের প্রয়োজনে ফেলে আসতে হয়েছিল সুন্দর স্বপ্নকে? স্বপ্নময় প্রেম আর বাস্তবতার দ্বন্ধই কি তবে এ কবিতার মূল উপজীব্য?

সে যাই হোক, এই প্রাচুর্যের মধ্যেও কবিকে এক "চিরচেনা সূর" ডাকে, তাই কবির " আরও একবার , মুক্তি পেতে চায় মন।"

বিঃদ্রঃ আমি সমালোচক নই। ভুল ত্রুটি দেখিয়ে দিলে আনন্দিত হবো। আসরের সকল প্রিয় কবিদের কবিতা নিয়ে এরকম আলোচনা করার আরো ইচ্ছে আছে। কবিরা সাহস দিলে এগিয়ে যেতে পারি।