হরেক দেশে ঘুরে শেষে
তাঞ্জানিয়ায় এসে,
কি দেখলাম বলি শোনো
ক্ষণিক রয়ে বসে।
বাতাস হেথা অমলিন
ধুলার দেখা নাই,
সবুজ গাছে মোড়া শহর
দেখে আরাম পাই।
সমুদ্দুরের পারে থাকি
হাঁটি দুইটি বেলা,
ঢেউ গুনে আর বায়ুসেবনে
আমার পথ চলা।
ঘরের পাশেই ছোট্ট পুকুর
নীল রঙা সেই জলে,
সাঁতার দিয়ে কোমর ব্যথা
কবেই গেছে চলে।
হাত পুড়িয়ে খাচ্ছি আমি
যা ইচ্ছে তাই,
ইউটিউবের হাতটি ধরে
রান্না শেখা ভাই।
তার ওপরে বঙ্গসংঘের
সবার সাথে মিশে,
দাদা-দিদির ভালোবাসার
টানে গেলাম ভেসে।
আশ্বিনের ডাকে ঢাকের
আওয়াজ শুনতে পাই,
মারাঠা ক্লাবে এবার পুজোয়
(যেন) সবার দেখা পাই।
গতজন্মের পুণ্যফল
বোধহয় কিছু ছিল,
তাই তো এত সুখের দিন
আমার সামনে এল।
যতদিন ঠাকুর আমায়
রাখবে এই দেশে,
সবার সাথে মিলে মিশে
রইবো ভালোবেসে।।