বিচারপতির আসন ছেড়ে
জনআদালতে এসে,
দুর্নীতি দূর করার কারণে
অবতীর্ণ হলে শেষে।
কি লাভ হল মানুষের জন্য
অপমান - গ্লানি সওয়ার?
অবসর প্রাপ্ত বিচারপতির
মান-মর্যাদা খোয়ার?
জাতির অবক্ষয় যে বাঙালির বুকে
অহোরাত্র বাজে -
কি করে সে শান্ত থাকে -
ডুব দেয় অন্য কাজে?
পারে সে কি বিচারপতির
মুখোশ পরে ঘুরতে?
এ সভা - সে সভায় গিয়ে শুধু
মানপত্র কুড়াতে?
পেরেছিল কি বঙ্কিমচন্দ্র
অথবা বিদ্যাসাগর ?
সমাজ সংস্কার মাথায় তুলে
খেতে স্ত্রীর আদর?
শত অপমানে, শত ধিক্কারে -
দমেনি তাদের চিত্ত;
লক্ষ্যে না পৌঁছে তাঁরা
কখনো হননি শান্ত।
আজ আমাদের ঘরে ঘরে
তাঁদের পূজি মোরা,
দেখতো একবার তাঁদের জীবন
কত দুঃখে ভরা!
জিয়ৎকালে পাননি যাঁরা
কোনো সহানুভূতি,
মরণের পরে তাঁদেরই সবে
পূজি দিবারাতি।
এসব কথা স্মরি আমি
প্রণমি তোমায় আজি,
হে ত্রাতা, রক্ষাকর্তা -
সাজাই শ্রদ্ধার সাজি।
বাংলার এই দুর্দিনে এস
জনগণের মাঝে,
ঘোচাও লজ্জা, ফেরাও শিক্ষা,
শ্রদ্ধা সকল কাজে।
স্বাস্থ্য, শিল্প, পরিকাঠামো
সড়ক, আবাস সকল -
তোলা তুলে আজ তাদের
প্রাণ হয়েছে বিকল।
তুমি এলে - জনতা এবার
তোমার হাত ধরি,
"গড়বো মোরা নতুন বাংলা"
এ অঙ্গীকার করি।
ইশের চরণে এই প্রার্থনা -
"বর লাভ করো" তুমি,
ফেরাও বাংলার সোনার রূপ
(এস) তোমার চরণ চুমি।।