হাওয়াই চটি, সাদা শাড়ি
কালীঘাটে টালির বাড়ি,
এবার গোটাও পাততাড়ি,
নইলে বিপদ আসবে ভারী।

সাদা শাড়ি নেইরে সাদা
কালো হল লেগে কাদা,
সীমাহীন দুর্নীতির
ফাইল বোঝাই গাদা গাদা।

সঙ্গী সাথী ঢুকল জেলে
ভাইপো যাবে সময় এলে
তুমি এখন তেলাও খালি
রাষ্ট্রপতি রাজ্যপালে।

শিক্ষা, স্বাস্থ্য, শিল্প যত
হল জাদুঘরে রাখার মত
কয়লা, পাথর, বালি খেয়ে
লজ্জাহীনার লজ্জা কত!

ইডি স্বপ্নে আসছে রাতে
ঘুম হয় কোনোমতে,
এপাং ওপাং ঝপাং কোনো
ছন্দই না আসছে তাতে।

কি করেছে বীর কেষ্টা?
কেন জালে পড়লো আটকা?
এবার আমায় কালো টাকা
কে দেবে টাটকা টাটকা?

বগটুই বা তিলজলে
অসহায় মানুষ মরুক জ্বলে
পুলিশকে বানিয়ে ফুলিস (তিনি)
বাজান ঢোল, নাচেন দুলে।

উস্কানিমূলক ভাষণ দিয়ে
দাঙ্গা করেন গুন্ডা দিয়ে
ঘোরেন মানুষের শবের ওপর
হেলিকপ্টারে চড়ে বেড়িয়ে।

আর মানুষ কত সইবে?
কবে সবার হুঁশ ফিরবে?
পঞ্চায়েতের ভোটে এবার
চিত্রটা কি পাল্টাবে??