উন্নয়নের জোয়ারে দেখো
ভাসছি মোরা সক্কলে,
পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা
উন্নয়ন - ফুলে ফলে।
নেতা কেনে ফ্ল্যাট, রাখবে টাকা -
পরিবর্তন বটে,
শিক্ষিত ছেলেরা বেকার হয়ে
ঘুরুক না মাঠে-ঘাটে।
এই যে পুরো শিক্ষাদপ্তর
বসে আছে জেলে,
এরা সবাই রত্ন দলের
নয়কো এলেবেলে।
বীরভূমের বীর শার্দূল
নাহয় গেছে দিল্লি,
খুব হুঁশিয়ার - বিরোধীরা সব,
কোরো নাকো খিল্লি।
যদিবা বিক্রি হয় শিক্ষক,
কি এসে গেল তাতে?
লিখে পড়ে এত টাকা
পারবে কি কামাতে?
বাকি মিথ্যে দলই সত্যি,
সততার প্রতীক,
দল করলেই পকেটে চাকরি
নইলে তোমায় ধিক!
মাঝে মধ্যে আয়লা বা
ফণী এলে পরে,
দু-দশ লাখ আসবে হাতে
এদিক ওদিক করে।
কয়লা, বালি, পাথর আছে,
আছে গরুর গাড়ি,
বই ফেলে বানাও বোমা
তোলো দোতলা বাড়ি।
শিখবে যত জানবে তত
বাঁধাবে গোলমাল,
তার চাইতে দশ টাকায়
খাওনা বাংলা মাল।
বাংলা খেয়ে এই বাংলায়
বাঙালি বীর তুমি,
জ্বালাও আগুন, পোড়াও ঘর
আমাদের বীর ভূমি।
(তথাপি) বিরোধীরা এই উন্নয়নে
সদাই দেয় বাধা,
ইডি, সি বি আই তাদের পোষা
অনুগত গাধা।
কিন্তু তারা জানে না আজ
মায়ের ঘরে ঘরে -
একটি বীরের স্থলে হাজার
বীরেরা ভিড় করে।
মা, মাটি, মানুষ বেচে
এই বীরের প্রতিদান,
পিসি মাথায়, ভাইপো কাঁধে -
বীরেশ্বরের সম্মান।।