ভোরের শিশির সবুজ ঘাসে
কুয়াশামাখা প্রাতে,
বছর গড়ালো এখনো তবু
টিকিট দিল না হাতে।
তিনমাস ধরে কাকুতি মিনতি
রাত্তিরে ঘুম নাই -
যদিও ছুটি মঞ্জুর হল,
বাড়া ভাতে পড়ে ছাই।
এত অবিচার এত অনিয়ম
মনটা বিষাদে ভরে,
করি করজোড়ে ইশের স্মরণ
যদি এ ধান্ত সরে।
ঝি, জায়া আর সকল সুহৃদ
কত আশা নিয়ে চোখে
করছে প্রতীক্ষা সেই পথ চেয়ে
মধুর স্বপ্ন মেখে।
মনটা তাই বড় ভারী আজ
কাজের পরে নাই -
প্রভুই তারক, সেই বিচারক
আমি আর্জি জানাই।