বিচারের বাণী যখন নীরব,
কাঁদছে মানুষ সব,
আইনের শাসন দূর-অস্ত
চলে ভয়ের জয়রথ।

বাংলা ছেড়ে সকল যুবক
যাচ্ছে অন্য রাজ্য,
পেটের দায়ে কেউ বা শেষে
করছে অসৎ কার্য।

কেউ বা ঝুলে পড়ছে শেষে
কোনো পথ না পেয়ে,
অনশনে ধুঁকছে বা কেউ
নাগাড়ে ধর্না দিয়ে।

কপাল চাপড়ে মানুষ ভাবে,
কাকে আনলাম ভাই!
নিয়ম নীতির ধার ধারে না
করে যা ইচ্ছে তাই।

গরু চুরি, পাথর চুরি
গায়ে লাগে না তত,
কয়লা আর বালি চুরি
করুক ইচ্ছেমত।

কিন্তু তাই বলে শিক্ষা চুরি -
করলে তুমি এসে,
জাতির পুরো মেরুদণ্ডে
আঘাত দিলে শেষে!

অন্য রাজ্যে মুখ লুকিয়ে
চলে বাঙালি আজ,
শুনতে হয় কত টিটিকিরি
আর গালিগালাজ।

এই পরিবর্তন কে চেয়েছিল!
ভাবে সবাই বসে,
চায়ের দোকানে আর সেলুনে
দঃখ করে এসে।

এমতাবস্থায় আশার কিরণ
ছোঁয় সকলের প্রাণ,
অভিজিৎ গাঙ্গুলী, মানুষ তো নয়
সাক্ষাৎ ভগবান।

নিম্ন আদালতে মেলে না বিচার
উচ্চ আদালতে বসে,
একা এই অরণ্যে হলেন সোচ্চার
অরণ্যদেব এসে।

তাঁর হাত ধরে ঘুচবে কি এই
অভিশপ্ত যাম?
জাগছে মানুষ, বাঁধছে বুক -
একটিমাত্র নাম।।