"খেলা হবে, খেলা হবে"
শুনছি মোরা বহুদিন,
এতদিনে হচ্ছে খেলা
নাচছে মানুষ তা ধিন ধিন।
উন্নয়নের ময়দানেতে
দুর্নীতির পিচে,
টসে জিতে ইডি প্রথম
বোলিং নিলো নিজে।
ইডি বোলার সিবিআই কিপার
ত্রাহি ত্রাহি রব,
শূন্য রানেই আউট হয়
ব্যাটসম্যানেরা সব।
বীরভূমের এক খেলোয়াড়
ফাউল প্লে করে,
রিটায়ার্ড হার্ট হয়ে গেল
দিল্লি প্লেনে চড়ে।
প্যাভিলিয়নে বসে এখন
ক্যাপ্টেনের বুকে,
বাজছে মাদল ধিতাং ধিতাং
ত্রিপুরার শোকে।
ভাইস ক্যাপ্টেন দলের যিনি
সরেস অতি ভাই,
খেলার আগেই বলেন বসে
আমি দলে নাই।
মাইক হাতে ঘোষ খবরি
কেবলই ভুল বকে,
সবাই খেলা দেখতে ব্যস্ত
কেউ শোনেনা তাকে।
কত প্ল্যাকার্ড লোকের হাতে
স্টেডিয়াম আছে ভরে,
গাইছে মানুষ, "জেল ভরো"
কত না সুর করে।
খেলাশেষে কারাগারে
সব খেলোয়াড়ই যাবে,
মানুষ এখন ভাবছে সেই
সুদিন আসবে কবে?
আমরা কেবল আশা করি,
যে টিমই খেলুক,
আগের ম্যাচের ভুলভ্রান্তি
দেখে কিছু শিখুক।
একটু শান্তি, সহজ বাতাস
বয়ে চলুক মাঠে,
চির নুতন অমল রবি
উঠুক রাজ্যপাটে।
রাস্তা হোক, জল আসুক
বাংলার ঘরে ঘরে,
শিল্পের সাথে আসুক জীবিকা
বস্তা ভরে ভরে।
চাকুরি হোক সঠিক পথে
আর গরিবের টাকা,
যায় না যেন অন্যহাতে
ঘোরে যেন চাকা।
কলিকালে এসব কথা
শুনে লোকে হাসে,
কিন্তু আমি মনের কথা
বলি কার তরাসে?
পাগল ভাবুন, ছাগল ভাবুন
নিজের মনের কথা,
বলতে পেরে জুড়াই জ্বালা
গভীর গোপন ব্যাথা।
সোশ্যাল মিডিয়া থাকুক বেঁচে
যুগ যুগান্ত ধরে,
মানুষ নির্ভয়ে কইতে পারে
কথা, এ কম কি রে!