ফেসবুক, ফেসবুক,
নামটি শুনেই জুড়ায় বুক।
কত ছবি, কত কথা,
হাসি, মজা, দুঃখ, ব্যাথা
নেই কোনো ভুলচুক।
কলিকালে এই দুর্দিনে
বন্ধু বানাও মানুষ চিনে,
তোমার দয়ায় নেইকো আজি
কেউই আর দলছুট।
পরিবেশ বা রাজনীতি,
খেলা, বায়োস্কোপ, প্রেম-প্রীতি,
কমেডির নানান ভিডিও দেখে
হাসিতে ভরে সকল মুখ।
স্বাধীনভাবে মত প্রকাশে
কবিতা, গল্প, উপন্যাসে,
সবার মন উজ্জীবিত
করতে তুমি সদা উন্মুখ।
কত তথ্য, কত খবর,
কত কেচ্ছা হল চাওর,
তুমিই আনলে সবার সামনে
এ সত্যি মস্ত সুখ।
গোপনীয়তার পর্দা ফেলে,
অন্যায়ের মুখোশ খুলে,
করো সমাজ সংস্কার
গর্বে মোদের ভরে বুক।।