তোমাকে হয়তো আর সবার মতো
কবিতা শুনাতে পারবো না
পারবো না কবিতা লিখতে।
তোমাকে হয়তো আর সবার মতো
কবিতার প্রতি ভালোবাসাতে পারবো না
পারবো না ‘কেউ কথা রাখে না’ শুনাতে।
তোমাকে হয়তো আর সবার মতো
গান শুনাতে পারবো না
পারবো না সুর তুলতে।
তোমাকে হয়তো আর সবার মতো
নীল পাখি বলে ডাকতে পারবো না
পারবো না গুয়ান্তানামো বে’র কারাগারে ঢুকতে।
তোমাকে হয়তো আর সবার মতো
জ্বালাতে কখনো পারবো না
পারবো না সর্বদা ফোন করতে।
তোমাকে হয়তো আর সবার মতো
ভালোবাসতে পারবো না
পারবো না তাজমহল গড়তে।
একটা জিনিস আমি পারবো
তোমাকে ঠিক আমার মতো করে ভালোবাসতে।