আর তো মাত্র কটা দিন, তারপরে পড়বে কালি।
ভোট দেবে জনগণ আর নেতারা মারবে তালি।
রাজা নিজে থাকবে ঠিক, মরবে শুধু পেয়াদাতে...
বাঁচাতে রাজা লড়ছে যারা জান বাজি নিয়ে হাতে।
গণ্ডাকতক লাশ পড়ে যায়, ভোটের দামামা যেই বাজে।
কারো আবার পা ভেঙে যায় ভোটোৎসবের খোশমেজাজে।
উৎসবের এমন মেজাজ, ফিকে হয়ে যায় রথ-ঈদের সাজ।
মানুষজনের ভিড় বেড়ে যায় দেখতে নবনেতাদের কাজ।
বৃষ্টি হোক বা বজ্রপাত, ভোট উৎসবের সেই রেওয়াজ...
থামবে নাকো কোনোমতেই, দাওয়াই হবে জোর আওয়াজ।
অমাইক সব গলার জেরে পড়বে ব্যালট তারই খোপে,
শূন্য থেকে করতে শুরু অনেকেই তো আছেন ক্ষেপে।
কেউ কেউ টিকিট হারা, টিকি দেখাতে অন্য ছাপ...
ভোটে তাকে আসতে হবে, রুখতে পারে না কারও বাপ।
জেলের ভেতর থেকেও নেতা ভোটের লড়াই লড়তে পারে,
সুদূর দেশে পাড়ি দিয়েও, ভোটের দিনে আসতে পারে।
ঘরকুনো তবু কিছু থাকে, চোরের মত লুকিয়ে পড়ে।
ভোটের উপাখ্যান তাদের জন্য, যদি তারা একটু পড়ে।
"কতজনে প্রাণের বাজি লাগিয়ে এগিয়ে এসেছে এদিন...
লুকিয়ে থেকে লাভ নেই, নিজের ভোটটা নিজে দিন।"
অধিকার ছিনিয়ে নিন। বুঝিয়ে দিন আপনিও পারেন...
মানুষের জন্য একটা ভোটে সঠিক মানুষকে রাজা গড়ে।