ভোটের বাজার বেশ আঁটোসাঁটো, বর্ষার গুণ এসব।
বোমা বারুদ গুলির বৃষ্টি আর লাশ ঝরার কলরব।
ভোট চাইতে নেতা আসে। দুয়ারে দুয়ারে হয় জমায়েত।
ভোটের পরে টিকিও উধাও, টাকের দেখা নাই রে।
কেমন যেন গঙ্গাপুজোর আয়োজনের দেখি তরজা...
গঙ্গাজল আবশ্যক। দেখলে হবে? আছে বেশ খরচা।
জনগণের টাকা লুটে, আর জনগণকে বানায় বেকুব।
টুপি পরানোর কাজই চলবে, ইনফানাইট তো লুপ।
এসেছে যারা, আসছে যারা, রয়েছে যারা আসনে...
লুটের মালে নজর রেখেই তাল দিয়েছে কাসনে।
রাজনীতির নীতিই তো সেই, মানুষ নিয়ে বাঁচতে হবে।
সাধারণ মানুষের যা কিছু, ক্ষমতায় এসে বেঁচতে হবে।
বেতন দিয়াছ? সরকারি যত চাকরি করছে সবাই সাক্ষী।
পাওনা গণ্ডা চাইতে গেলেই কুকুর হওয়ারই তো ঝক্কি।
নজরুলের দীপ্ত কণ্ঠে আজও শোনা যায় সে ধ্বনিদল।
"মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কত ক্রোর পেলি বল।"
এত অপমান সহ্য হয়ে যায়। হজম হয়ে যায় পেটে।
হয়ত গায়ে গণ্ডার জড়ানো, কিংবা হজমিতে পেটেন্ট।
সবুজ গেরুয়া লাল নীল সাদা যে রঙই হোক আগুয়ান...
ভোটের পরে সবাই পিছপা হবে, এটাই আসল উপাখ্যান।
উপাখ্যান চলতে থাকে। কখনোই হবে না এর শেষ...
একটা ভোটের পরে আরেকটা ভোট ধরবে এটার রেশ॥