নরেন আসবে, নরেন যাবে; নরেন কেবল একটা নাকি?
বিবেকানন্দ সবার মনেই বেঁধেছেন বাসা না দিয়ে ফাঁকি।
বীর সন্ন্যাসী, বীরের মত সবার মধ্যে তো সঞ্চারিত!
তাঁর ছোঁয়াতে জীবন পায়, সে মৃত হোক বা অর্ধমৃত।
নেতাজী বলো, রবি ঠাকুর বলো, তাঁর থেকে অনুপ্রাণিত!
বাঙালি আমরা গর্ব করি, বিবেক আর আনন্দে তো।
বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে ভাই বোন ডাকতে পারেন-
এমন মানুষ এই দুনিয়াতে আর কোথায় পেতে পারেন?
নিস্তেজ সব উজ্জীবিত হয়, তাঁর বাণীতে এমন তেজ!
সবাই একমত হবে জেনো, কারণ তিনি দ্য গ্রেট সেজ।
সুমেরু থেকে কুমেরু অবধি তাঁর বাণী শাশ্বত আজও!
শ্রী কৃষ্ণের পর তাঁরই বাণীতে রব উঠে কাজে সাজো।
সপ্তর্ষির সাতজনের একজন, গম্ভীরতা বেজায় ভরা!
ধরতে চেয়েও অনেকেরই, তাঁকে আজও হয়নি ধরা।
বাংলা মায়ের যোগ্য সন্তান, সন্ন্যাসীর সঠিক রূপ!
শিরদাঁড়ায় তো পার্থক্য... শ্রেষ্ঠ তিনি মনভূপ।
নরেন আসবে, নরেন যাবে; নরেন কেবল একটা নাকি?
তবুও সবাই এক নরেন কে চেনে, গদাধরের যোগ্য শিষ্য, আর বাকি সবাই ফাঁকি!