তুমি যখন বলছো তবে তা ঠিকই আছে!
ইচ্ছে হলেও আসবোনা আর তোমার কাছে।
ভালোবাসার টানেই তো শুধু কাছে আসি।
দূরত্ব রাখবো তাই। বলবো না ভালোবাসি।
প্রতিবার ডাকো মোরে, গানের সুরে সুরে!
এবারে কি এতই বিতৃষ্ণা? আমারে করছো দূরে!
শুনেছি নাকি তৃষ্ণা জাগে আমার উষ্ণতায়...
আমার জন্য তৃষাতুর; তবু আমি বিতৃষ্ণাই?
খেদিছ মোরে, চলেই যাব। কিছুদিন আর থাকি।
এতদিনের ভালোবাসার একটু টান নেই নাকি?
সময় পেরোলে আবার যদি আমায় পড়ে মনে...
ডাক দিও। আমি ঠিক আসিব তোমার সন্নিধানে।
ছয় ছয়জনা সতীন মোরা, একের পর এক আসি।
সময়ের গুণে ঋতুর নিয়মে তোমায় ভালোবাসি।
আমাকে নিয়ে গান বেঁধেছ। ভাবি ভালোবাসো বেশি!
কাছে আসতেই লাগিয়ে দাও ছ সতীনের রেষারেষি।
এমন যদি ইচ্ছা তবে, কেন ডাকো বারেবার?
ভালোবাসার টানে জানো আগমন হয় আমার!
যাওয়ার আগে আমার তরফে দেবো উষ্ণ ভালোবাসা!
বাকিরা এ উষ্ণতার নাগাল পাবে না তো আর।