তোমায় নিয়ে লিখতে বসি। লিখতে লিখতে সময় শেষ।
যেটুকু কথা বাকি রয়ে যায়, সেটাই হলো তোমার রেশ।
তোমার মনে জায়গা নিতে কলম চালিয়ে রাস্তা করি,
সেই রাস্তার অলীক পথে রওনা দিতেই উল্টে পড়ি।
প্রেমের বাতি জ্বালায় আমি, বারবার তবু নিভে যায়...
বলতে পারো, হারার সুখেই তোমায় শুধু তোমায় চাই।
কবিতা যদি না লিখি, তোমার কথা ভাবতে বসে,
কেমন যেন একঘেঁয়ে লাগে তোমাকে ভালোবাসা।
ছন্দ তাল মাত্রা লয়ে আমার কবিতা তোমার বশে।
এই টানে ভালোবেসে তোমার কাছে আমার আসা।
সূক্ষ্ম বড়ো চাওয়া পাওয়া। সূক্ষ্ম বড়োই প্রেমের টান।
কবিতার মায়া এতই জটিল, তোমায় নিয়ে গাইছে গান।
একলা বসি। গল্প করি। নিজের কথা চর্চা হয়।
তোমায় নিয়ে ভাবনাগুলো মাত্রা লয়ে খরচা হয়।
কবিতা হয়। গানও হয়। হয় নিত্যদিনের আলোচনা।
ভালোবাসার স্বপ্নে সাজাতে সজাগ মনও আনমনা।
দূরত্ব বাড়ে। অভিযোগ বাড়ে। সময় সবই ঠিক করে।
অভিমান সব গলে যায় যখন কাব্যভাব লিক করে।
শতমানের পরীক্ষাতে পূর্ণমানে উত্তীর্ণ হই...
ভালোবাসার পূর্ণভাবে আমি জরাজীর্ণ নই...
খরচ করি শব্দভাণ্ডার, প্রেমের তরে কবিতা লিখি।
কবিতা লেখার মধ্য দিয়ে তোমায় ভালোবাসতে শিখি।
ভালোবাসা দিয়ে বাসি হৃদয় জুড়ে এককোণে...
ভালোবাসার তরেই তুমি, তুমি শুধু আমার মনে।