বলতে চেয়েছি বারেবার তবু বলা হয়ে ওঠেনি,
“তুমি আমার স্বপ্নে আসা ভালবাসার প্রেমিক।”
ভালবেসেও বন্ধুর মত থেকে গেছি বরাবর...
চেয়েছি তো প্রেমিক আমায় প্রেমিকা করে নিক।
ভুল কিছু করেছি যদি, শাস্তি দেওয়ার ছলে,
একটু না হয় প্রেমিক হয়ে তোমার করে নিলে!
সবুজে রাঙা পোশাকের মত তারুণ্যটাকে নিয়ে,
“তুমি আমার প্রেমিক”, তা একটু বলতে দিলে!
চোখের পানে চেয়ে থাকি ক্ষুধার্ত এক দৃষ্টিতে!
এ ক্ষুধা প্রেমের ক্ষুধা, দেখো চোখের বৃষ্টিতে!
বুঝেও যেন অবুঝ হয়ে আমার থেকে যাও দূরে?
গুগল ঘেঁটে দেখো– শুধু তুমিই সার্চ হিস্ট্রিতে!
হন্যে হয়ে নাকটা শুধু খুঁজে তোমার গন্ধ...
সাইনাস হয়েও নেইতো তা তোমার জন্য বন্ধ!
তোমার খোঁজে এদিক ওদিক ছুটি আমি শুধু,
শুধু আমায় খোঁজার বেলায় তুমি হয়ে যাও অন্ধ!
তাই আর জ্বালাতন না। এবার হবো স্তব্ধ।
নীরব হয়ে ভালবাসায় করবো তোমায় জব্দ।
যদি প্রেমের ডোরে বাঁধতে তোমায় না পারি,
তবে হারিয়ে যাবো অজান্তেই, পাবে না কোনো শব্দ!
কিন্তু হারানোর আগে চিল্লিয়ে চিল্লিয়ে বলবো জেনো,
“তুমি আমার প্রেমিক, তুমি ছাড়া আর নেই কোনো।”
যদি শুনতে পাও, শব্দভেদী হয়ে এসো আমার কাছে;
নয়তো আমার শব্দ আর শুনতে পাবে না কক্ষনো!