কী বা করি তুলোধোনা?
দুটোই তো একই!
একটা যদি নকল সোনা,
আরেকটি তো মেকি।

সাদা রঙের উপর দিয়ে
নীল ’চে কালির ছোপ;
লালের সাথে হালকা রঙের
ভাগোয়া চা চপ।

কাকতাড়ুয়া সাজছে তারা
যাদের মাথায় টুপি:
কাকের মত কালো উর্দিতে
হঠাৎ ই দেয় উঁকি।

তিন নাকি সংখ্যা খারাপ।
একসাথে থাকতে নেই!
একশালিকের অপয়াপনা,
হয়তো সে দেখে নি।

দুই নিয়ে তাই চললো পথে,
নগ্ন যেমন রাজা ছিল;
তেমনধারা সব গুণাবলীর
সুন্দর সে চিহ্ন দিল।

সুগুনা তো মুরগিও হয়...
মসনদেও বসতে পারে।
মুরগির মাথার ঝুটির মত
রক্ত মাখা সাদা গা’ রে!

মহাভারত নাকি বদলে গেছে?
সিংহাসনে নেই অন্ধ শাসক!
দেশপ্রেমিকের তালিকাতে আজ
পায়না স্থান বাসবত্রাসও!

বিভীষণ আজ ভাইয়ের পক্ষে
রামের চাইতে রাবণ কে চায়!
পার্থকে পথ দেখানোর জন্য
কৃষ্ণ তো আজ সারথি নাই!

এত সবের তুলোধোনা
আজকে করা সত্যি বেকার...
নির্বাচনে পাশে সবাই,
তারপরেতে আর কে কার?