পথ চলা বন্ধ করে, থামা যাক একটু তবে...
গন্তব্যে পৌঁছানো... আর কবে? আর কবে?
তুমি আমি চুপ থাকি, বোবার শত্রু নাই...
বেশি বলা শক্তি ক্ষয়, বেশি কে বলে ভাই!
সুনামি আসবে যবে, ভেসে যাবে যা আছে সব!
ছাপিয়ে দেবে সব গর্জন সুনামির কলরব।
মুহুর্মুহু জলরাশি, ডুবিয়ে দেবে শহর গ্রাম...
সব যদি যায় ভেসে, কে দেবে ক্ষতির দাম?
ভেসে যাবে অট্টালিকা, ভাসবে তৃণের পোকা!
আমরা তো নিতান্ত মানুষ; অতিশয় বোকা।
কী হবে সেসব ভেবে? আসুক সুনামি, আমি বহুদূরে!
কলরব থেমে গেলে, সেফ মার্কে আমি আসবো ফিরে।