তোমায় নিয়ে গাইছি আমি নিত্য নতুন ভাওয়াইয়া–
তোমায় আমি ভালবাসি ও আমার মনের মাইয়া!
কত দিন ভাবছি বসে কবে তোমায় বলে ফেলি,
"এমনভাবে মনটাকে কেন চুরি করে পালাইলি?"
বলতে চেয়েছি ভালবাসি, ভালবাসায় আমার ভিত।
ভালবাসার সুর দিয়ে গাইছি ভালবাসার কত গীত।
বাঁধব তোমায় বাঁধন দিয়ে প্রেমের ডোরে এমন–
যেমন করে বাঁধিয়া লিছ আমার এ সাধের মন।
কত অভিব্যক্তি রাখছি আমি, লিখছি কত উপমা!
যতবার দেখি তোমায়, সব ভুলে যাই, ও মনোরমা।
সেই চোখের এমন নজর, সেই ঠোঁটের কী হাসি!
বারবার বলিয়ে দেয় "সখী তোমারেই ভালবাসি!"
ঘুমের ঘোরে মাতাল মত হয়ে যাই তোমার জন্য!
তোমায় পেলে সঙ্গে আমার, ধন্য জীবন - ধন্য।