আমি নিতান্ত ছাপোষা মানুষ। কবিতা লিখি একঘেঁয়ে।
কিছুটা উন্নতি করেছি প্রিয়ে তোমার প্রেমের ছোঁয়া পেয়ে।

তোমায় পেলে আর চায়না কাউকে, তুমিই আমার সব।
ক্রাশের চেয়ে একটু বেশি, আর প্রেমের নামে জপ।

গোলাপি রঙের শাড়ি খানা মানায় বেশ গায়ে...
রুপোলি নূপুর ঝঙ্কার দেয় মিষ্টি সুরে পায়ে।
কানের দুলে রূপের বাহার বাড়িয়ে তোলে আরো...
চোখের মায়া আটকে দেয়, আটকায় প্রেমের দায়ে।

রাগ যে বড়ো মিষ্টি তোমার, ইমন রাগের মত।
অন্তরা সেই রাগের সুরে গাইছে গাইয়ে কত।

ঠোঁটের কোণায় মিষ্টি হাসি, যাকে আমি ভালোবাসি,
কল্পনাতে আসে যায়, বলো কেমনে ফিরে আসি?

তোমার সেই রূপের বহরে কবিতা লিখি দিনরাত...
আসবাব থেকে কলম কাগজ করেছে তাই আঁতাত।
লিখতে দেয়না। আবেগ জমে। জমে অনুরাগে...
শিয়ালের হুক্কা হুয়াতে কি আর ভয় পায় বাঘে!

লেখার কোনো হাতজশ নেই, তবুও লিখি আমি।
লিখতে লিখতে তৈরি তোমায় নিয়ে কবিতাখানি।