মন ভালো নেই তাই ঝগড়া করি, কখনো বা আদর।
বকলে পড়েই কান্না করে, ভিজিয়ে দেয় তো চাদর।
অভিমান করে আর গোঁসা করে। ভালোও বাসে খুব।
রাগ হলে যায়না দেখা তার রাঙা চোখের রূপসী মুখ।
গোলাপের আঘাতে মূর্ছা যায়, এমন কোমল সে...
জবা দিয়ে তাই সাজিয়ে দি মনের মত করে।
ধুনোর গন্ধ তার কেশ জুড়ে, আলোর ছটা গায়ে।
এলোকেশী তারে ভাল্লাগে, মিষ্টি করে রাগলে।
স্পর্শে তার পুলক জাগে, আনন্দিত হয় মনটা।
দেখতে থাকি মন ভরে তার রূপের ঘনঘটা।
কবিতা লিখি তাকে নিয়ে, নায়িকা কবিতার।
ভাবতে থাকি সারাক্ষণ কত গুণাগুণ তার।
একাকীত্ব ভাল্লাগে, যখন ভাবি তার কথা।
সে যদি না থাকে, কেন বা আমার থাকা?
তাকে নিয়ে স্বপ্ন দেখা, ভালোবাসা চিরকাল।
অজুহাতে শুধু প্রেম আছে; প্রেমই আমার ঢাল।
মন ভালো নেই তাই ঝগড়া করি, কখনো বা আদর।
বকলে পড়েই কান্না করে, ভিজিয়ে দেয় তো চাদর।
অভিমান করে আর গোঁসা করে। ভালোও বাসে খুব।
রাগ হলে যায়না দেখা তার রাঙা চোখের রূপসী মুখ।
গোঁসাও তার ভাল্লাগে, ভাল্লাগে অনুরাগ অভিমান।
রূপসী তাই ফিরে চাও, আমি ডাকছি তোমায় ধরে নাম।