ভালোবাসার কবিতাখানি তোমায় ডেডিকেটেড
একটার পর একটা ছন্দ তোমায় ভেবেই লেখা
কেন জানি না তোমায় শুধু হয়না বলা আর
ভালোবাসা আর তোমায় ছাড়া আমি বড়ো একা
সূক্ষ্ম সূক্ষ্ম ভাবনা নিয়ে ছন্দ বাঁধি আমি
তোমার কথা চিন্তা করেই আমার কবিতা শুরু
তোমায় ভালোবাসি, তবু স্ট্যাটাস আমার সিঙ্গেল
কবিতা পড়ে লোকজনের তাই কুঁচকে যায় ভ্রু
তুমি যদি সম্মতি টা দিতে ফিরে আমায়
জগৎ সংসার জানতো তবে আমাদের প্রেমকথা
না জানি কোন দিনের জন্য অপেক্ষায় আছো তুমি
বুঝতে কি পারো না এ মনে লুকানো ব্যথা
সবাই বোঝে। সান্ত্বনা দেয়। ব্যর্থ প্রেমের কবিতা পড়ে।
তুমি হয়তো পাশ কাটিয়ে যেতেই পছন্দ করো।
শেক্সপিয়ারের মত মহান না হলেও এটা বলতে পারি-
আমার কবিতায় বাঁচবে তুমি, বাস্তবে যদি না থাকো।
ভাবছি বসে তোমার কথা। ভাবছি শুয়ে শুয়ে।
খেতে বসে, পড়তে বসে কিংবা যখন ঘুমিয়ে...
তুমি শুধু তুমিময় এখন আমার জীবন জুড়ে
আবার কবিতার মাঝে লুকানো আছো শুধু তুমি এই।
গর্ব করে বলি আমি শুধু তোমায় ভালোবাসি
তুমি যদি বুঝতে পারতে এই অনুভূতিটুকু
কবিতা আর কল্পনাতে যেমন আছো এখন
তেমন ভাবে দিতাম তোমার মনের মাঝে সুকুন!
লিখতে বসে শেষ হয়না তোমায় নিয়ে লেখা
কবিতা দিয়ে শুরু আর কবিতা নিয়েই বাঁচা
সেই কবিতার প্রাণ তুমি, তুমি মনের রাণী
"তোমায় ভালোবাসি" এই ভাবনাটুকুই তো সাচ্চা।
অবহেলায় ভালোবাসা খুঁজেছি আমি প্রতিদিন।
দূরত্ব রেখেও তুমি আমার ঠিক মনের সঙ্গী।
তোমায় নিয়ে লিখতে কবিতা আমার দিন যায়!
কবিতায় দেখে নিও প্রেমের কী আছে ভঙ্গি!
এতদিনের প্রেমের পরে আজকে বুঝেছি ঠিক।
তোমায় আমি ভালোবাসি, বাকি সব ক্ষণিক।
কবিতা হোক বা চাপ খাওয়া সবই চলতে পারে।
তুমি ছাড়া আমার কবিতা নানা রঙেও বেরঙিন।