চাইছি তোমায় খুবটি করে আমার মনে যখন—
দূরে থাকতে পারবে কি আমায় ছেড়ে তখন?
প্রেমের টানে কাব্য করে ডাকবো আমি তোমায়—
আবেগ নিয়ে পদ্য পড়ে যেওনা তুমি কোমায়!
চোখদুই আমি দেখতে থাকি সকাল থেকে সন্ধ্যে...
হিপনোটাইজ করছো তুমি আমার রন্ধ্রে রন্ধ্রে।
মুচকি হাসি দিয়ে তুমি যেই পালিয়ে যাও...
মনে মনে ভাবছি শুধু, কেন যে খাও ভাও!
বিকেল বেলা নদীর হাওয়া তোমার ও চুল ছোঁয়।
তোমায় ছুঁতাম হাওয়া হয়ে; হলেম আর কই!
হতেম যদি কাপের কানা ছুঁয়ে তোমার ঠোঁট,
ভালোবাসি বলতাম আমি যতই দাও চোট।
মিষ্টি করে বলছি “ওগো! তোমায় আমি চাই...”
তোমায় ছাড়া অন্য কাউকে চাইতে পারি নাই।