তুমি জানো তুমি ছাড়া কেউ নেই:
বড়ো একলা বাঁচি আমার শহরে;
আমার সবকিছু আছে শুধু তোমাতেই;
তবুও নাওনি আমায় তোমার করে।
চেষ্টা করে গেছি তোমার মনের মত:
কত অভ্যেস বদলে ফেলেছি আমি।
শুধু তোমার উপর যে অভ্যেস তৈরি
সেটা আজও তো বদলাতে পারিনি।
বারবার ভালবাসি ভালবাসি বলে গেছি,
তবু ভালবাসাটা বোঝাতে আমি অক্ষম!
তোমার জন্য আমার যে ভালবাসা...
হয়তো তোমার কাছে সেটা অনেক কম।
একটা দুটো করে কবিতা লিখছি তোমার জন্য।
এই কবিতায় আমার কথা চিঠির মত লেখা!
তুমি কি আদৌ এই চিঠি হাতে নিয়ে পড়ো?
নাকি এটা রয়েই যায় স্বপ্নের মত অদেখা!
জানিনা তুমি কবে বুঝবে আমাকে!
জানিনা কবে বলবে আমায় 'ভালবাসি!'
তবু জেনো, তোমাতেই শুধু আমি...
তুমি ছাড়া কাউকে বলতে পারবো না - "ভালবাসি"