ছন্দ দিয়ে লিখলেই যদি কবিতা তৈরি হয়,
ছন্দহীন আমার তবে কবি না হওয়া সই!
তোমায় ভালোবাসলেই যদি প্রেমিক হওয়া যায়...
প্রেমিক হতে রাজি আমি, অন্য কিছু নয়।
তুমি না ভালোবাসলেও, আমি ভালোবেসে যাই...
প্রেমের নামে লিখবো কবিতা, আর কী বা পারি ভাই!
তোমায় ভুলে থাকা কঠিন, অঙ্ক কঠিন নয়!
কেমন করে তোমায় ছাড়া একলা একা রই?
শুনছি তোমার ভালো থাকার কথা, আমিও তাতেই সুখী।
ভালোবাসার মানুষের সুখে কেমনে হই দুঃখী?
বাঙালির কাছে মাছের মত, তুমি আমার কাছে...
সবার কাছে বলতে পারিনা, হারিয়ে ফেলি পাছে।
কৃষ্ণ যেমন রাধার প্রেমে অন্ধ হয়ে গেছে...
আমিও তোমায় ভালোবেসে গেছি তেমন ফেঁসে।
কী বা করার এমন ধারা একতরফা প্রেমের...
জীবন বাঁচাই সাঁতার না জেনে গভীর জলে নেমে।
কেমন যেন লিখছি বসে আমার প্রেমের কাহিনী...
তুমি ছাড়া আমি যেন কেমন আমিহীনই।
গল্প লেখা কঠিন বলে ছন্দ জোড়ার চেষ্টায়...
তোমায় না পেয়ে রাধাহীন আমি কলির কেষ্টা!
অনেক কঠিন তোমায় ভোলা, হচ্ছি শুধু বিরক্ত।
ভালোবাসি তোমায় প্রিয়ে, আমি তোমাতে অনুরক্ত।