তোমার সৌন্দর্য শুক্রবারের রাতের মত:
শুধু পূর্ণিমা ছাড়াও আলোক দেয় অনেক।
গতদিনগুলির কষ্ট থেকে একটু রাহত-
তেমন সৌন্দর্য পেতে কে না চাহে?
তোমার রূপের একটুখানি ঝলক...
শুক্ল দ্বিতীয়ার চাঁদের মতই চাওয়া!
গ্রীষ্ম কালের উষ্ণ তপ্ত দাবদাহে...
এ যেন হালকা দখিনা শীতল হাওয়া।
ভালোবাসার একটু পরশের জন্য
মা হারা পথের শিশু যেমন কাঁদে!
সৌন্দর্যের পূজারী যাঁরা, ঠিক এরই জন্য
পা দিয়েছে সৌন্দর্যের মোহ-র ফাঁদে!
তোমার সৌন্দর্য নিয়ে কবিতাখানি যদি লিখি
উপমা উপমায় ভরে যাবে লাইন গুলি
ভগবান হয়তো সময় হাতে নিয়ে-ই
তোমার জন্য ধরেছিলেন রং তুলি।
তোমার সৌন্দর্য উপভোগ করি আমি রোজেই!
তোমার সৌন্দর্য সত্যি অবিস্মরণীয়!
তোমার সৌন্দর্য বশ করেছে হাই ডোজে...
আমার কবিতায় এর বর্ণন- একটু মানিয়ে নিও।