কে যেন লুকিয়ে লুকিয়ে আমার কথা বলছে গানে...
ভালোবাসার কাঙাল হৃদয় ডাকছে কাছে অলীক টানে।
আটকে থাকি আদর পেতে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে...
তার চিত্র ভাবছি মনে রূপকথারই গল্প দিয়ে।
সুখের আবেশ বাঁধছে খুব, মুহূর্তরা একটু চুপ,
দুঃখের দিনে পেতে পাশে হাওয়াই মিঠাই চিকেন স্যুপ।
কানের কাছে ভোঁ ধরেছে, দেওয়াল পটকা দুম ফটে...
প্রেমিকা আমার অন্য প্রেমের সঙ্গ নিয়েছে চম্পটে।
ইস্ক ওয়ালা লাভের উপায় পেলাম না আর এ জীবনে;
ফকির হয়ে ঘুরে ফিরি ঝোলা কাঁধে গভীর বনে।
তোমার আমার প্রেম কাহিনী ইতি এলো এই কাব্যে!
ভয় পেওনা তোমার নাম আসবে না তো মোর চব্যে।
ভবের টানে ভবের পাড়ে গড়িয়ে যাবো উদাস হয়ে!
ওপাড়েতেও জানবে লোকে আমায় তোমার প্রেমিক হয়ে।