তোমার চোখে অসম্ভব এক মায়া
সে মায়ায় জড়াও কেন আমারে...
আমি ওই চোখের ভাষা ভুলতে
পালিয়ে যাই দূরে অনেক দূরে।

তোমার কথা ভাবছি মনে মনে;
অকূল পাথার হৃদয় জোয়ার তোলে!
হারিয়ে আমি চাইছি যতবার...
আসছি ফিরে পৃথিবীর এই গোলে!

চোখের মায়া টানছে কাছে আমায়:
ভুলতে চাই ভালোবাসার টান!
যেই ভুলেছি তোমার চোখের কথা:
মোহন সুরে চোখগুলি গাইলো তখন গান।

অন্ত্যমিলে দ্বন্দ্ব যেমন হয়,
তোমার আমার চোখের দ্বন্দ্ব তেমন,
তোমার চোখে যেই পড়েছে চোখ
বিচলিত হৃদয় আমার কেমন!

সন্ধ্যে সন্ধ্যে আমার মনের জোর
তোমার চোখের মায়ায় আসে জোয়ার
আটকে রাখি নিজেকে এমনি করে,
থমকে যাই, যায়না তোমার হওয়া।

তাই তো বেশ আছি তোমায় ছাড়া,
তবুও কেন চোখের মায়ায় বাঁধো?
জানো তো? ওই চোখের টানে টেনে
আমায় তুমি প্রেমের ধাঁধায় ধাঁধো!

অনেক হয়েছে তোমার চোখের তান!
সেই তানে মজবে না আর এই মন।
যেই বলেছি অমনি বিফল হয়;
তোমায় চায়, এ হৃদয় সর্বক্ষণ॥