তোমার চোখে সাগরের নীলিমা আছে
আছে সৈকতের বালুচরের শোভা।
দুইয়ের অপূর্ব মিশ্রণে মিশে যাই আমি।
ডুবে থাকতে ইচ্ছে করে বরাবরের মত।
ওই চোখে তৃষ্ণা আছে।
আছে মরুর মরীচিকা।
ওই চোখে বনস্পতির শোভা রয়েছে।
রয়েছে সবুজে ঘেরা শাল পাতার জঙ্গলের নির্মলতা।
ওই চোখে রয়েছে আকাশের নীল...
শুধু বৃষ্টিধারার মত অশ্রু মাঝে মধ্যে বিষন্ন করে তোলে।
ওই চোখে রয়েছে কাশফুল আর শিমুলের টান...
কোকিলের কুহুতান,
চড়ুইয়ের চড়ুইভাতি...
ওই চোখে রয়েছে পদ্মার শোভা।
পদ্মাবতীর চোখের আকর্ষণ যেমন,
ঠিক তেমনই ওই চোখের ভাষা।
ওই চোখে রয়েছে নেশার রসদ।
একবার যে ওই চোখে তাকিয়েছে...
সে আর বেরোতে পারবে না।
আমিও তাই।
আমি ডুবে যাই,
চোখের গভীরতায়,
তোমার ঐ চোখের খেয়ালে।