গর্জে উঠেছি কত, চাই স্কুল কলেজ আরো...
এসবেই মজা লুটে, তাদের তো পোয়াবারো।
চাকরিটা হলো না, বিয়ে শাদী ভুলে যাই,
মশারা দেয় ফিরে এসে চুমু...
ফেইসবুকে পোস্ট দি, আর চপ মুড়ি খাই,
রাত্রে পান্তা ভাতে ঘি ঢেলে ঘুমু।
স্বপ্ন দেখতে বসি, ঘুরে ফিরে একই স্ক্রিপ্ট!
বেকার জীবন টা আর কবে যে হবে লিফ্ট।
সেই যেই কে সেই আমি, পরিবর্তন কই?
বদল তো হলো না আজও কিছু।
হাত পা মাথা ফাটে, মিছিলের কেউ নই,
নুতনেও পুরাতন দেখি ফিরে পিছু।
লিখতে বসলে সব ঘ্যান ঘ্যান তেড়ে আসে,
আসলে তারা এই চলতি কে ভালবাসে।
আমি তো দিয়ে ভোট, খেয়েছি বুকে চোট,
আমার আর কিছু হলো না!
এবারে ঠিক করি, দেবো আমি ভোট থোড়ি,
হবো না তো তালকানা।
ভাটিয়ালি গান গাই মানুষের জন্য...
মানুষ কই ভাই? সবাই তো পণ্য।
আমিও গান তাই বেঁধেছি জঘন্য।
তুমি শুধু খুঁজে নাও মানেটা অন্য।
স্বপ্ন পূরণের পাতাঝরা দিনের
ঘন ঘোর বর্ষায় দেখি এ অরণ্য...
সময়ের অজুহাতে প্রেম ফিরে তাকাতে
নিজেকে ভাবি খুব ধন্য!
জানি বেকার জীবন ভালো,
এভাবে তো কেটে গেলো...
আর কত দিন বাকি...
সময় তো হয়ে এলো।
আমি লিখে ক্লান্ত, কবি উদভ্রান্ত...
ধোঁয়াশার নেশাতে চারিদিক শান্ত।
চাকরিটা হলো না, পরিবার ভুলে যাই,
প্রেমিকাও দেয়না তো চুমু...
ফেইসবুকে পোস্ট দি, আমার সেই বউ চায়,
যার বাপে পণ দেবে বড়ো টাটা সুমু।