তাসের কেল্লার মত তৈরি হয়েছি আমরা।
অল্প একটা হাওয়া...
উড়িয়ে নিয়ে যায় একটা তাস
আর ভেঙে পড়ে যায় পুরো দুর্গ
ভেঙে যাই আমরাও।
একটার পর একটা তাস সাজিয়ে
বহু কষ্টে তৈরি হয়েছে এ বাড়ি।
কিছু রাজা, কিছু সেনানী
আর ইসকাবনের রানী!
এক, দুই, তিন এমন করে
দশ অবধি গুনি।
তৈরি করতে দুর্গ, বাহান্ন জনের কথা শুনি।
মেলবন্ধন ভালোই আছে।
একের উপরে আরেক চেপে থাকি।
নিচের জনে ভর দিয়ে
উপরের জন করে দাদাগিরি।
সম্পর্ক ঠিক ঠুনকো নয়, তবে,
হালকা হাওয়ায় ভেঙে পড়তে পারি।
আবার জোড়া লাগতে,
সবার সঙ্গ মোরা মাগি।
আর আবার নতুন দুর্গ তৈরি করে থাকি।
তাসের ঘর বড্ড ভালো...
হাওয়া ঢুকে ফুরফুরে।
এদিক থেকে অপরদিকে
দেখা যায় ঘুরে ঘুরে।
মাঝে মধ্যে ভেঙে পড়ি।
কিন্তু, উঠে দাঁড়ায় সহজেই।
একসাথে থাকার মজা,
বাহান্ন তাসেই জানে।