তারপর আর কিছু লিখিনি আমি।
জ্বর প্যারাসিটামল আর একটু হামি।
এই নিয়েই ধন্য হয়ে রয়েছি শুধু।
আর জপেছি মনে তোমার নামই।
জীবনানন্দ যেমন ডেকেছিল সুজাতাকে,
অঞ্জন দত্তের ডাকে ছিল তো বেলা বোস।
নচিকেতার ডাকে নীলাঞ্জনা ছিল বেশ!
তোমায় ডেকে আমি আজ নন্দ ঘোষ।
পিছনে ফিরেছি আমি যতবার এখন,
শুধু সঙ্গী রয়েছে দেখি সিগারেট...
তুমি আমার সম্বল, তবু তুমি নেই!
সবটুকু প্রেমী হয়ে করলাম ভেট।
শুধু প্রেম আছে আমার কবিতার মাঝে।
তুমি নেই। তবু তুমি প্রেমী আমি চিরকাল।
সকাল থেকে সুপ্রভাত, তুমি বলো নি।
অপেক্ষার বয়স আজ দু যুগ এক সাল।
তুমি আয়ান হইও, কৃষ্ণ হইও না প্রিয়ে।
আমি রাধা হবো, তোমার জন্য শুধু।
যতই কালা বাঁশির সুরে ডাকুক আমায়,
তবুও আমি তোমারই। হবো না তো দুর।
তারপর আর কিছু লিখতে পারিনি আমি।
জ্বর, প্যারাসিটামল আর তোমার হামি।
এটুকু পেয়েই তো ধন্য হয়েছি বরাবর।
আর কল্পনাতে শুধু তুমি তুমি আর তুমি।