তাকে ভালবাসি বলে তাকে নিয়ে কবিতা লিখি।
তাকে ভালবাসি বলেই শুধু তারই ছবি দেখি।
তাকে ভালবাসি বলেই আমার পুরোটা সময় তাকে দিয়েছি।
তাকে ভালবাসি বলেই শুধু অবহেলা, অবহেলাই পেয়েছি।
তাকে ভালবাসি আর বলে যাই বারবার ভালবাসি।
তাকে ভালবাসি বলে হয়তো তার কথাই আমি হাসি।
তাকে ভালবাসি বলে তার জন্য স্বপ্ন দেখি।
তাকে ভালবাসি বলে মনের গোপনে তাকে রাখি।
তাকে ভালবাসি বলেই অন্য কাউকে ভালবাসতে ইচ্ছে যায় না।
তাকে ভালবাসি বলে ভালবাসার জন্য তাকে ছাড়া আর কাউকে চাই না।
তাকে ভালবাসি বলেই শুধু ভালবাসার নামে চর্চা করে যায় বারবার।
তাকে ভালবাসি বলে ভালবাসা আমার হৃদয় করে তুলেছে ছারখার।
তাকে ভালবাসি বলেই ভালবাসা দিয়ে ভরিয়ে দিয়েছি ভালবাসা।
তাকে ভালবাসি বলে ভালবাসায় বেঁধেছি আমার ভালবাসা।
তাকে ভালবাসি বলে ভালোবাসা নিয়ে লিখে গেছি কত কবিতা।
তাকে ভালবাসি বলেই স্মৃতি জুড়ে শুধু তারই ছবি থাক।
তাকে ভালবাসি বলে শয়নে স্বপনে শুধু তাকেই ভালবাসি।
তাকে ভালবাসি বলে হয়তো অভালবাসায় আমি ভালো আছি।