একটা কথা লিখতে বসে ভাবতে বসি কয়েকবার...
এমন যখন অসাড়তা, আমি কবি কীসের আবার?
সমাজ নিয়ে লিখতে যাবো? সমাজ ধরবে আমায়...
মানুষের কথা বলতে গেলে, উল্টো তকমা জামায়।
মনের কথা লিখলে পরে, প্রেমিক হবো বোধ হয়...
এত সব ভাবতে বসে কী করে একজন কবি হয়?
রাজ্য রাজনীতির কথা, লিখবো কীভাবে বলো?
শাসন বিরূপ লিখলে পরে, "চলো জেলে চলো..."
কিংবা সমাজ এক ঘরেতে করবে এমনভাবে...
কবির কথা বলতে গিয়ে উল্টোকথক তো হবে।
এমন কথা ধার নিতে হবে পুরোনো কবির থেকে,
একুল ওকূল দুকূল আমার যেন বজায় থাকে।
নয়তো আবার বুড়ো দাদু, কিংবা আরো যারা ছিলেন,
তাদের মত লিখলে পড়ে বিরাগভাজন গিলেন...
তারা এখন মহৎ মানুষ, তাদের কোনো চাপ নেই।
আমরা যদি ধার নিয়েছি, আমাদের সব যাবেই।
জানিনা কেন আমাকে লোকে কবি বলে ডাকে!
কবির কোনো গুণই তো নেই! কবি বলে আমাকে!
তাও কেমন যেন ছন্দ মিলে একটা কবিতা হলো!
তাহলে কি কবি হলাম? তোমরাই এখন বলো।