তাহলে...
শুরু করা যাক বিজয়া যাত্রা।
তোমার জন্য লিখি প্রেম পত্র
কিংবা লিখি একটা কবিতা...
তোমার নামের ছোঁয়া পাবে...
পাবে এক অনন্য মাত্রা!
আসলে আমার যা কিছু:
তোমার তো সবই তা।
তাহলে শুরু করা যাক।
এক একটা ক্ষণের যত গল্প...
সবই লিখে ফেলি একটু একটু করে।
একটু একটু করে লিখতে গিয়ে
তোমার আমার সব গোপনীয়তা করে ফেলি মুক্ত।
তোমার রূপের বর্ণন দিয়ে লেখা কবিতা...
তোমার রূপ নিয়ে উপমা,
কিংবা, ...
কিছু হাসির খোরাক তৈরি হওয়ার মুহূর্ত...
আবার,
তোমার আমার বিচ্ছেদ হবো হবো মুহূর্ত থেকে শুরু করে
একদম বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা...
লিখে ফেলি তবে!
হয়ে যাক বিজয়ার যাত্রা।
হয়ে যাক লেখা কিছু খুনসুটির কথা,
হয়ে যাক লেখা টক ঝাল মিষ্টি ঝগড়া,
হয়ে যাক লেখা আমার আত্মবিশ্বাস নিয়ে
তোমার বাবার কাছে তোমার পাণি চাওয়া!
হয়ে যাক লেখা কিছু সাহসিকতার মুহূর্ত,
হয়ে যাক লেখা ভয় পাওয়া,
হয়ে যাক লেখা সময়ের পরিহাস,
কিংবা, আমাদের বেঁচে থাকার মুহূর্তেরা!
লেখা থাকুক এই বিজয়ার দিনে
স্বল্প খরচে স্বল্প মিষ্টি আলাপ ঝগড়া বিচ্ছেদ
স্বল্প কথার ছলে।
তুমি, আমি আর আমাদের প্রেম...
লেখা থাকুক।
লেখা থাকুক সব আমার লেখা কবিতা বলে।
লেখা থাকুক সব আমাদের নিয়ে কবিতা বলে।
বিজয়ার প্রীতি, শুভেচ্ছা আর শুভনন্দন দিয়ে
তোমায় নিয়ে লিখে ফেলি বিজয়ার বিজয় যাত্রার
এই একমাত্র, তোমার জন্য কবিতা...
তাহলে, হয়ে যাক।
হয়ে যাক বিজয়া যাত্রা।