হঠাৎ করে ঘুম ভেঙে যায় ভোরে:
স্বপ্ন দেখা সত্যি হবে মনে হয়!
যা সমস্ত স্বপ্ন দেখি ঘুমের ঘোরে,
সেসব তো আর সত্যি হওয়ার নয়।
অবচেতন মনের কথাগুলো সব
গুঁড়ো কাঁচের মত হয় ক্ষুরধার।
বেঁচে থাকা হয় যেন জীবন্ত শব।
সকাল হওয়ার কারণ সূর্যোদয় তার।
জীবনের রাত কাটেনা আর এখন;
নিস্তব্ধ নির্জন হয়েছে চারদিক।
তারই মাঝে সুখ পায় জেনারেশন...
আমিও পাই। ব্যস, এই অবধি।
ভালো মন্দ সবই খেলাঘর,
তাসের মত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঠুনকো সম্পর্কের জৌলুসের খবর...
স্বপ্নে তাকে বড্ড মনে পড়ে।