সে আমার মায়া কাটিয়ে ফেলেছে।
মায়া কাটিয়ে আজ অনেক দূরে সে।
সময়ের গুণে আর সম্পর্ক নেই আমাদের...
আমরা কী ছিলাম!
আজকে আমাদের মধ্যে কী সম্পর্ক!
দুটির তুলনা করলে ক্ষান্ত হতে হয়।
উত্তর নেই কোনো মিলের।
অভূতপূর্ব ভাবে এমনটা বরাবরই হয়।
আমার সাথেই হয় এসব।
একটা সম্পর্কে যেই জড়াতে যাই,
সেই দূরত্ব তৈরি হতে থাকে মনের।
দূরত্ব তৈরি হয় স্বভাবের।
তারে বলে দিতে চাই আমি,
"তুমি মুক্ত করেছ আমায়!
আমি বদ্ধ হয়ে ছিলাম যতখানি...
তোমার মায়ায় জড়িয়ে পড়েছিলাম যত
ঠিক ততটা, সম্পূর্ণরূপে মুক্ত করতে পেরেছ।"
এই দূরত্বটা দরকার ছিল আমার আর তার!
এমন একটা দূরত্ব তৈরি না হলে
আমি কাছে থাকার মূল্যটা বুঝতে পারতাম না।
এবারে হয়তো সেও বুঝবে...
ঠিক কতটা কাছাকাছি ছিলাম দুজনাতে...
আর ঠিক কতটা দূরে চলে গেছি।
অল্প সময়ের মধ্যেই এমন আসা যাওয়া হতে থাকে।
জীবন নিয়ে যেমন কোনো প্রাণ আসে ধরাতে!
জীবনের পরিসর যতটুকু,
ভগবানের কাছে সেটা নগণ্য।
এইরকমভাবে আমাদের এই সম্পর্ক ও!
হ্যাঁ, এই নগণ্য সম্পর্কের জন্য আমরা আপোষ করি,
আমরা মানিয়ে নি, আমরা ঝগড়া ও করি।
বুঝি, সম্পর্কটা ক্ষণিকের...
তবু এটাকেই কোয়ালিটি টাইম ভেবে নি।
আর এটাই তৈরি করে সম্পর্কের মাঝের দূরত্ব।
আর মুক্ত হয়ে যায় আকর্ষণে থাকা দুটি ভিন্ন মেরু।
ঠিক যেমনটা আমাদের হয়েছে।
সে আমার মায়া কাটিয়ে ফেলেছে।
মায় কাটিয়ে আজ অনেক দূরে সে।
সময়ের গুণে আর সম্পর্ক নেই আমাদের...