শিক্ষা এখন দুয়ারে দুয়ারে, পাঁচশ খানা আইআইটি...
আমার রাজ্যে সবাই সাক্ষর, নিরক্ষর নেই ভাইটি।
অনেক অনেক কাজের সুযোগ, ব্যবসা হবে অনেক কটি!
ঘুগনি চপ মুড়ির দোকান, পাশ বালিশেই কোটিপতি।
শিল্প নিয়ে কেন ভাবেন? উপায় বাতলে দেওয়া সহজ!
কনসালট্যান্ট হয়ে যান, এখানে আছে জবের খোঁজ।
বাড়িতে বসে? রোজগার নেই? এসব এখন অতীত দাভাই...
অল্প কিছু টাকা দিয়ে আকাশ ছোঁয়ার আছে দাওয়াই।
সরকার তো অনেক করে... পাঁচশ হাজার হাতে গুঁজে!
তার উপরে কনসালট্যান্ট! নাও না টাকা একটু খুঁজেই।
অভিনয় জানেন? পোয়া বারো তবে তো আপনার!
নেতা হয়ে যান লোকাল লোকের; হাতে হবে নোটের বাজার।
কর্মক্ষেত্র - কর্মসংস্থান? ওসব পড়ে কিছু হবে?
শিক্ষা চাকরি খেলা এখন... আসুন দেখুন খেলা হবে।
শিক্ষা এখন হাতের মোয়া... হাতে পাঁচশ খানা আইআইটি।
চাকরি কোনো 'পূজা' নয়, ক্লাবের কল্যাণ চাই পরিপাটি।
পাতের শেষে ভোজের ঘরে হলুদ কার্ড টা পাঁপড় যেমন-
বাংলা আমার বিশ্বজয়ী, শুধু ঘরের ভাঁড়ারে মধুসূদন।