রাগ করেছে সুন্দরী গো,
পারদ চড়েছে অভিমানে...
মান ভাঙাতে লাগবে বর।
সে কোথায়? কে জানে!

পড়ে আছে কোথাও জানি
গাঁজার নেশার লাগিয়ে ঘোর!
ও মা! তুই রাগ করিস না!
এনে দেবো তোর বর।

তেজে যে তার রক্তচক্ষু!
কাপড় ছুঁড়েছে এক কোণে।
রক্ত জবার বসন পরে
মা সাজ রে নতুন কনে।

শ্যামলা গায়ে মানায় তোরে
লালী শৃঙ্গার সাজের বাহার!
এমন রূপের উপমা দেয়...
সাহস হয় বল তো কার?

দেখবি রে তুই হাসি মুখে
পায়ের কাছে তোর বর আছে।
নেশার ঘোরে উল্টে পড়ে
ভালোবেসে এলো তোর কাছে।

দুজন মিলে বস রে এবার
বিয়ের পিড়ি সাজিয়ে দি।
শ্যামা শিবের যুগল রূপে...
সাজবে মধুর প্রেম বেদী।