মা তোর রক্ত চক্ষু, হাতে খড়্গ অসি...
তবু মা তোর শ্যামা রূপে তোকে ভালোবাসি।
গলায় রে তোর মুণ্ডমালা, রক্ত ঝরে অনর্গল!
তবু মা তোর স্নেহের পরশ, ভালো লাগে তোর ও কোল।
আদর করে ডাক রে কাছে, ভালোবেসে রাখ আমায়!
মন জানে না অন্য কিছু, মজেছে মন তোর মায়ায়।
কালো রূপে কালী হয়ে, আঁধার ঘুচাস জগৎ জুড়ে...
যেদিক তাকাই তুই শুধু মা, তোরে দেখি ঘুরে ঘুরে।
মা তোর তারা রূপের কী মহিমা,
যে পাই, শুধু সেই জানে মা।
তোকে ছাড়া আমার এ মন, অন্য কিছু আর চাহে না।
এলোকেশী সর্বনাশী, রূপে সবাই ভয় পায় মা...
তোর ভালোবাসার পরশ নিয়ে কোলে নে ও শ্যামা।
মায়ের কোলে ঘুমায় ছেলে, মহানিদ্রার মহা ঘুমে...
তন্দ্রা কেটে চাই তোকে, দোলা দে মা প্রেম কুসুমে।
শুধু,
হিংসে করি জবার সাথে, তোর পায়ে তার হলো ঠাঁই!
আমায় তুই বর দে মা, প্রতি জন্মে যেন তোকেই পাই।
তোর রক্ত চক্ষে স্নেহ দেখি, ভয় পাই না ওই অসি।
তোর শ্যামা রূপে মন মজেছে,
মা তোকেই আমি ভালোবাসি।
মা তোকেই আমি ভালোবাসি।